Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

পটুয়াখালীতে ২৬টি কচ্ছপসহ আটক ১ নারী

পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ আটক তাপসী রানী (৪৫) নামে একজনকে আটক করেছে বন বিভাগ। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

 

পটুয়াখালীতে ২৬টি কচ্ছপসহ আটক ১ নারী

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালী-গলাচিপা সড়কের সুহরী ব্রিজ এলাকায় মটরসাইকেলে করে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাপসী রানী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের সবুজ দাসের স্ত্রী।

বন বিভাগ জানায়, দীর্ঘ দিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকাল সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতর বস্তায় পেচানো অবস্থায় ২৬ টি কচ্ছপ নিয়ে খুলনার উদ্ধেশ্যে তাপসী রানি দাসের রওয়ানার খবর পেয়ে তাকে আটক করা হয়।

বন বিভাগের বোটম্যান (বি এন) মো. নাঈম হোসেন খান বলেন, গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনের নির্দেশে অভিযান চালিয়ে সুহরি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। উদ্ধার হওয়া কচ্ছপ গুলোর মধ্যে ৯টি সন্ধি এবং ১৭টি ধূর প্রজাতির কচ্ছপ রয়েছে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, এই ধরনের পাচারচক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।

 

আরও পড়ুন:

Exit mobile version