Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড

পটুয়াখালীর বাউফল উপজেলায় এইচএসসি ও সমমানের (আলিম) আরবি পরীক্ষা চলাকালে অনুমতিবিহীন পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে তিন মাসের কারাদণ্ড

মঙ্গলবার (২ জুলাই) সকালে পোনাহুড়া ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদরাসাকেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক।জানা যায়, শিক্ষক মামুনুর রশিদ পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রশ্ন পত্রের ছবি তোলার সময় ট্যাগ অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। পরে খবর পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

 

Exit mobile version