Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

পটুয়াখালীতে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামে এক সাপুড়িয়ার কাছ থেকে একটি দাঁড়াশ ও ৩ একটি পদ্ম গোখরা উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা।

 

পটুয়াখালীতে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার

 

সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধার করা দাঁড়াশের দৈর্ঘ্য ৬ ফুট ও পদ্ম গোখরার দৈর্ঘ্য ৩ ফুট।

উদ্ধার অভিযানে অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুগোল নিউজে আমাদের ফলো করুন
অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম জানায়, সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনের সদস্যরা। পরে ওই সাপুড়িয়া আর সাপ ধরবে না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। সংগঠনটির টিম লিডার রাকায়েত আহসান জানান, দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিষ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ।

আরও পড়ুন:

Exit mobile version