পটুয়াখালী উপজেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় পটুয়াখালী উপজেলার ইউনিয়ন, পটুয়াখালী জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

 

পটুয়াখালী উপজেলার ইউনিয়ন

 

পটুয়াখালী জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে রয়েছে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপরূপ দৃশ্য যা বিশ্বে বিরল। তাই পর্যটকদের কাছে পটুয়াখালী “সাগরকন্যা” নামে পরিচিত। উপজেলা সংখ্যানুসারে পটুয়াখালী বাংলাদেশের একটি“এ”শ্রেণীভুক্ত জেলা। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত।

পটুয়াখালী জেলা শহর একটি পূর্নাঙ্গ প্রশাসনিক অঞ্চল। এই জেলায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠা। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম পটুয়াখালী মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর, দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শেখ হাসিনা সেনানিবাসসহ দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পটুয়াখালী উপজেলার ইউনিয়ন:-

ক্রমিক

নম্বর

উপজেলার

নাম

ইউনিয়নের

 নাম

ক্রমিক

নম্বর

উপজেলার

নাম

ইউনিয়নের

 নাম

ক্রমিক

নম্বর

উপজেলার

নাম

ইউনিয়নের

 নাম

পটুয়াখালী সদর

আউলিয়াপুর

২৬

বাউফল

কাছিপাড়া

৫২

গলাচিপা

আমখোলা

বদরপুর

২৭

কালিশুরী

৫৩

গোলখালী

লাউকাঠি

২৮

ধূলিয়া

৫৪

গলাচিপা

কালিকাপুর

২৯

কেশবপুর

৫৫

পানপট্টি

লোহালিয়া

৩০

সূর্যমনি

৫৬

রতনদী তালতলী

ইটবাড়ীয়া

৩১

কনকদিয়া

৫৭

ডাকুয়া

কমলাপুর

৩২

বগা

৫৮

চিকনিকান্দি

বড় বিঘাই

৩৩

মদনপুরা

৫৯

বকুলবাড়িয়া

ছোট বিঘাই

৩৪

নাজিরপুর

৬০

চরকাজল

১০

জৈনকাঠী

৩৫

কালাইয়া

৬১

চর বিশ্বাস

১১

মরিচবুনিয়া

৩৬

দাসপাড়া

৬২

কলাগাছিয়া

১২

মাদারবুনিয়া

৩৭

বাউফল

৬৩

গজালিয়া

১৩

ভুরিয়া

৩৮

আদাবাড়িয়া

৬৪

কলাপাড়া

চাকামইয়া

১৪

দুমকী

শ্রীরামপুর

৩৯

নওমালা

৬৫

টিয়াখালী

১৫

পাংগাশিয়া

৪০

চন্দ্রদ্বীপ

৬৬

লালুয়া

১৬

লেবুখালী

৪১

মির্জাগঞ্জ

দেউলী সুবিদখালী

৬৭

মিঠাগঞ্জ

১৭

মুরাদিয়া

৪২

কাকড়াবুনিয়া

৬৮

নীলগঞ্জ

১৮

আংগারিয়া

৪৩

মজিদবাড়ীয়া

৬৯

খাপড়াভাঙ্গা

১৯

দশমিনা

রণগোপালদী

৪৪

মাধবখালী

৭০

লতাচাপলী

২০

আলীপুরা

৪৫

মির্জাগঞ্জ

৭১

ধানখালী

২১

বেতাগী সানকিপুর

৪৬

আমড়াগাছিয়া

৭২

ধূলাসার

২২

দশমিনা

৪৭

রাঙ্গাবালী

রাঙ্গাবালী

৭৩

বালিয়াতলী

২৩

বহরমপুর

৪৮

ছোট বাইশদিয়া

৭৪

ডালবুগঞ্জ

২৪

বাঁশবাড়িয়া

৪৯

বড় বাইশদিয়া

৭৫

চম্পাপুর

২৫

চর বোরহান

৫০

চালিতাবুনিয়া

৫১

চর মোন্তাজ

 

পটুয়াখালী উপজেলার ইউনিয়ন

 

আরও পড়ুনঃ

Leave a Comment