Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু ক্লিনিক সিলগালা

অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু ক্লিনিক সিলগালা,পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন টেবিলে আখিনুর (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করেন।বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজেদুর রহমান বলেন, সেবা ক্লিনিকে অস্ত্রোপচারকালে ভুল চিকিৎসায় আখিনুর নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানকালে ক্লিনিকের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

 

 

অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু ক্লিনিক সিলগালা

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:
Exit mobile version