Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

মহা বিপৎসংকেত বহাল স্বরূপে ফিরছে কুয়াকাটা

মহা বিপৎসংকেত বহাল স্বরূপে ফিরছে কুয়াকাটা,উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে ছিল ঘূর্ণিঝড় মোখা। কিন্তু কুয়াকাটায় এর কোনো প্রভাব না পরলেও প্রস্তুতি ও সতর্কতায় কোনো কমতি ছিল না। গত দু’দিন আগেই সৈকত এলাকা থেকে উঠিয়ে নেওয়া হয় পর্যটকদের। এরপর থেকে ট্যুরিস্ট ও থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসন সার্বিকভাবে নিরাপদে রেখেছেন পর্যটক ও স্থানীয়দের।

 

 

 

মহা বিপৎসংকেত বহাল স্বরূপে ফিরছে কুয়াকাটা

রোববার (১৪ মে) বিকাল ৩টা পর্যন্ত সৈকত এলাকায় কাউকে প্রবেশ করতে না দিলেও এরপর থেকে ঘূর্ণিঝড় মোখার আতঙ্ক কাটতে শুরু করায় সৈকতে নামতে শুরু করে পর্যটক এবং স্থানীয়রা। ফলে অল্প সময়েই স্বরূপে ফেরে সাগরকন্যা কুয়াকাটা।শনিবার (১৩ মে) পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় ৮ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হলেও কোনো প্রভাব পড়েনি কুয়াটাকায়। তাই পর্যটকদের অনেকে এ আবহাওয়া উপভোগ করেছেন।হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা

যায়, এ দুইদিন নতুন করে কোনো পর্যটক আসেনি। তবে অল্প-অসংখ্য পর্যটক আগে থেকেই অবস্থান করছিল।ঢাকা থেকে আসা মিলা জাহান বলেন, কুয়াকাটায় পরিবার নিয়ে পরশু এসেছি। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সৈকতে নামতে পারিনি। সকালেও পুলিশ বাধা দিয়েছে। কিন্তু এখন রোদ উঠেছে। সবাই সৈকতে নামছে তাই আমরাও নেমেছি।আব্দুর রহিম নামের এক ফটোগ্রাফার বলেন, কুয়াকাটায় এখন খুব কম পর্যটক। কিন্তু স্থানীয় ব্যবসায়ী এবং কাছাকাছি বাড়ি যাদের তারাও এসেছেন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আবার অনেকে বন্যার অবস্থা দেখতেও আসছেন। তবে আগামী দু-একদিনের মধ্যে পর্যটক বাড়বে আশাকরি।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সৈকতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। মোখার আতঙ্ক কমে যাওয়ায় সৈকতে নামতে এখন বাঁধা দেওয়া হচ্ছে না। কিন্তু পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছে।পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উপকূল অতিক্রমরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-

উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টি বিকাল বেলা ৩টায় সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে পায়রা সমুদ্র বন্দরসমূহকে আট নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

 

 

আরও পড়ুন:

Exit mobile version