গলাচিপায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা,পটুয়াখালীর গলাচিপায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের শহিদুল হাওলাদারের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (০৩ মে) দুপুরে বৃদ্ধার ছেলে বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা করেছেন।মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার চরবিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শহিদুল হাওলাদার একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মামলা বিবরণ থেকে জানা যায়, ২৫ এপ্রিল রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন বৃদ্ধা।

গলাচিপায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা
পরে রাত ১টার দিকে একই এলাকার শহিদুল জানালা ভেঙে বৃদ্ধার ঘরে ঢোকেন। পরে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বৃদ্ধার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে শহিদুল দরজা খুলে পালিয়ে যায়।পরে বৃদ্ধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা

হয়।ওসি শোনিত কুমার গায়েন জানান, বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন :