মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষকের,পটুয়াখালীর- কলাপাড়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে হাসান মোড়ল (৩৮) নামের এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।বুধবার (২৪ মে) দুপুর ১২টায় উপজেলার- ডালবুগঞ্জ ফুলবুনিয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।নিহত হাসান মোড়ল একই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে। তিনি স্থানীয় দ্বীনিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো শিক্ষকের
ডালবুগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ঝড় শুরু হলে হাসান মাঠে গরু আনতে যান। সেখানে বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে বজ্রপাতে গরুর কোনো সমস্যা হয়নি। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দেন।

আরও পড়ুন:
