কুয়াকাটায় ৫ পর্যটককে মারধর ছিনতাই ২ বখাটে গ্রেফতার,পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে আসা পাঁচ পর্যটককে আটকে রেখে মারধর এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বায়জিদ ও তানভীর শান্ত নামে দুই বখাটে তরুণকে আটক করেছে পুলিশ।শনিবার (৬ মে) বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন হোটেল কুটুমবাড়ির সামনে থেকে তাদের আটক করে ট্যুরিস্ট পুলিশ। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুয়াকাটায় ৫ পর্যটককে মারধর ছিনতাই ২ বখাটে গ্রেফতার
আটক বায়জিদ স্থানীয় লতাচাপলী ইউনিয়নের আসালতখা পাড়ার আবু ছালামের ছেলে এবং তানভীর কুয়াকাটার নবীনপুর এলাকার ফোরকান দফাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার আমতলী থেকে আসা তিন মেয়ে ও দুই ছেলে পর্যটক শনিবার সকালে কুয়াকাটা ঘোরাঘুরি শেষে বিকেলে ফিরে যাচ্ছিলেন। পথে আনন্দবাড়ি গেস্ট হাউজের সামনে বসে তাদের পথরোধ করে মারধর করে চার-পাঁচজন বখাটে। সঙ্গে থাকা প্রায় ১৩ হাজার ৭০০ টাকা
ছিনতাই করে নিয়ে যায় তারা। পরে দুই ছেলে পর্যটককে আলাদা করে মেয়েদের নিয়ে হোটেল কুটুমবাড়ির সামনে যায় বখাটেরা। খবর পেয়ে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজকে বলেন, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ট্যুরিস্ট পুলিশ দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার পর তাদেরকে সকালে আদালতে পাঠানো হয়েছে।ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের
অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের উদ্ধার করে এবং দুই বখাটেকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। আটক ও অজ্ঞাতসহ মোট সাতজনের নামে মামলা হয়েছে। তারা সবাই ১৭-২০ বছর বয়সী।
আরও পড়ুন:
