Site icon পটুয়াখালী জিলাইভ | truth alone triumphs

পটুয়াখালীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধার এখনো নিখোঁজ এক শিশু

পটুয়াখালীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধার এখনো নিখোঁজ- এক শিশু,পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির- ঘটনার প্রায় ৪২ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার পাতার চর এলাকায় তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় খাদিজা নামের আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে এ দুর্ঘটনায় এখনো মারিয়া নামের আট বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

 

 

 

পটুয়াখালীতে ট্রলারডুবির ঘটনায় আরও এক লাশ উদ্ধার এখনো নিখোঁজ এক শিশু

শিশু খাদিজা বরযাত্রীবাহী ট্রলারডুবিতে নিহত লিপি বেগমের (৩০) মেয়ে। পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের- স্টেশন অফিসার মো. রেজাওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ট্রলারডুবির -ঘটনার প্রায় ৩৯ ঘণ্টা পর আজ সকাল সাড়ে সাতটার দিকে নিখোঁজ বর রাব্বি হাওলাদার (২০) ও তাঁর মা সেলিনা বেগমের (৪০) লাশ উদ্ধার করে

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে বদনার চর এলাকায় তেঁতুলিয়া নদীতে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।

 

 

আরও পড়ুন:

Exit mobile version