পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি

আমাদের আজকের আলোচনার বিষয় পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি,পটুয়াখালী জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

পটুয়াখালী জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের একটি উপকূলীয় জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পর্যটন নগরী কুয়াকাটা এ জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে রয়েছে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অপরূপ দৃশ্য যা বিশ্বে বিরল। তাই পর্যটকদের কাছে পটুয়াখালী “সাগরকন্যা” নামে পরিচিত। উপজেলা সংখ্যানুসারে পটুয়াখালী বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত।

পটুয়াখালী জেলা শহর একটি পূর্নাঙ্গ প্রশাসনিক অঞ্চল। এই জেলায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজসহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠা। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম পটুয়াখালী মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর, দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ শেখ হাসিনা সেনানিবাসসহ দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত।

 

পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি

 

পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি:-

  • আব্দুল বাতেন তালুকদার –– প্রাক্তন মন্ত্রী।
  • মাহবুবুর রহমান তালুকদার— প্রাক্তন প্রতিমন্ত্রী।
  • আ খ ম জাহাঙ্গীর হোসাইন –- সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এবং সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী।
  • শাহজাহান মিয়া –- বর্তমান এমপি ও সাবেক ধর্ম মন্ত্রী।
  • বীর মুক্তিযোদ্ধা মরহুম বি,ডি হাবিব উল্লাহ-১৯৭১ সালের ভারতীয় ট্রেনিং প্রাপ্ত যুদ্ধকালীন কমান্ডার, তৎকালীন ছাত্র ইউনিয়নের নেতা পটুয়াখালী সরকারি কলেজ‌।
  • আলতাফ হোসেন চৌধুরী –- প্রাক্তন বিমান বাহিনী প্রধান এবং প্রাক্তন মন্ত্রী।
  • মোহাম্মদ কেরামত আলী –– সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক মন্ত্রী।
  • তানিয়া আহমেদ –– অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

  • ওয়াসিমুল বারী রাজীব –– চলচ্চিত্র অভিনেতা।
  • বিজরী বরকতউল্লাহ –– অভিনেত্রী।
  • সোহাগ গাজী –– ক্রিকেটার।
  • কেএম নুরুল হুদা –– প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা।
  • কামরুল ইসলাম রাব্বি –– ক্রিকেটার।
  • ফয়েজ আহম্মদ –– সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও সাবেক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি

 

  • আব্দুল মালেক –– সাবেক তথ্যসচিব।
  • আ. স. ম. ফিরোজ –– সাবেক চিফ হুইপ এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
  • এস এম শাহাজাদা— সংসদ সদস্য, পটুয়াখালী-৩
  • মহিব্বুর রহমান মহিব— সংসদ সদস্য, পটুয়াখালী-৪
  • অহনা রহমান লাকি –– অভিনেত্রী।
  • রেজওয়ানা চৌধুরী বন্যা – সংগীত শিল্পী।
  • গোলাম মাওলা রনি – সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, লেখক ও সমালোচক।

আরও পড়ূনঃ

Leave a Comment