পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীকে পিটিয়ে জখম এর অভিযোগ

পটুয়াখালীর বাউফলে একজন গণমাধ্যমকর্মীকে পিটিয়ে জখম এর অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

 

পটুয়াখালীতে গণমাধ্যমকর্মীকে পিটিয়ে জখম এর অভিযোগ

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ইব্রাহিম গফুর হাসপাতালের সামনে এই ঘটনা ঘটেছে। আহত ওই গণমাধ্যম কর্মীর নাম সৈয়দ মো. নাঈদ। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনের গ্রাফিক্স ডিজিইনার পদে চাকুরি করতেন। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি।

 

গণমাধ্যমকর্মীকে পিটিয়ে জখম

 

পুলিশ জানায়, দুইদিন আগে গণমাধ্যমকর্মী নাঈম তার অসুস্থ মাকে দেখতে উপজেলার কালাইয়া ইউনিয়নে নিজ বাড়িতে আসেন। মায়ের জন্য খাবার নিয়ে সন্ধ্যায় ইব্রাহীম গফুর হাসপাতালে গেলে পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতার ছেলে সবুজ চৌকিদার নামে একজন ব্যাংক কর্মকর্তা দলবল নিয়ে নাঈমকে মারধর করে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভুক্তভোগী গণমাধ্যমকর্মী সৈয়দ মো. নাঈম বলেন, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। ১৫ বছর আগের স্কুল স্পোর্টসের একটি বিরোধকে কেন্দ্র সরকার পরিবর্তনের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে।  এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন:

Leave a Comment